** জোসনাও তুমার কাছে ষোল আনা ফাঁকি **
- মুঃ ওয়াহিদ সাদিক - অগোছালো কবিতাগুলি ১৯-০৪-২০২৪

** জোসনাও তুমার কাছে ষোল আনা ফাঁকি **

নিশি কেটে যায় আসে ভোর ,
আজকের এই নিশিতে যেন ,
ফুরায় না রাতের ভালবাসা ।।
এত অপেক্ষা ভোরের ,
তবুও শেষ হয় না নিশি !!

কেমনে হল নিশি হবে শেষ ?
ভাবনাই তুমি ,এর নেই তো অবঃশেষ ...!!
কেমনে আসে ভোর ,
কেমনেই বা কাটে নিশি ?
তুমি থাকলে দিনও আমার...
হয় যে রাত ...!
তুমি থাকলে হার মানায় বিকেল ,
সৌন্দর্যে ভরা জোসনা ,
কিংবা সেই বৃষ্টি ।।

বিকেলে সোনালী রোদ ,আমায় খুব ।
রবীন্দ্রনাথের হৈমন্তী
সব তুমার অন্ধকার ...!

পৃথিবীর সব সৌন্দর্যের মাঝে যে ,,
তুমি এক অনবদ্য সৃষ্টি ,,
এত চিন্তাই বল কেমনে কাটে নিশি ??

নিশির সৌন্দর্য জোসনা ,আজি সেই জোসনা
এই আলোই তুমার ছবি আঁকি ,,
জোসনাও তুমার কাছে ষোল আনা ফাঁকি ।।

--- নিঝুম রাতের আলো

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।