এলো ঈদের খুশি!
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৯-০৩-২০২৪

ঈদ! ঈদ! এলো ঈদ! আনন্দ জাগিয়াছে;
নব যৌবনে ক্ষমা প্রার্থনা,সাম্যের সুর গাহিয়াছে!

জিলহজ মাসের দশ তারিখে উম্মাহ উঠিল জেগে;
নামাজ পড়িতে ছোট-বড় সবি উঠিল রবির আগে!

ঈদের খুশী নব নব রূপে জাগিল প্রেমের পতি;
হিংসা বিদ্বেষ সব ভুলিয়া হাসিল হৃদয় বাতি!

কি মহিমা বিলিয়ে গেল মুসলিম জাতির পিতা!
ইব্রাহীম পুত্রের শির হইয়াছে আত্মশুদ্ধীর ত্রাতা।

নবীর মন্ত্রে দানিতে দীক্ষা আসিছে কোরবানী
চল রে মুসলিম!জাগিয়ে হৃদে ত্যাগের বাণী শুনি-

পশু মেরে ঐ রিপু দমিয়ে- মুসলমান হইয়াছি
তাঁর খুশীতে রাগ অনুরাগ আজ ভুলিয়াগেছি!

মনের গহিনে পশুত্ব বলয় চক্রধারীরে টানি;
ঈদের খুশীতে দেখিতে পারি আত্মার কোরবাণী!

রাগ অনুরাগ যতই থাকুক,খুশীতে দোলা লাগে,
মুমিন মুমিন হাত ধরিয়া ছুটিছে মাঠে আগে।

ধনী -গরীব দলে দলে ঈদের খুশীর দিনে
নামাজে শেষে কোলাকোলি করিবে সরল প্রাণে ।

খুশীতে খুশীতে চলিছে মুমিন করিবে কোরবাণী;
আবাল-বৃদ্ধ বাদশা ফকির আত্মত্যাগের ধ্বনি।

দ্বীন-দুঃখীনির চোখে মুখে ফুটিছে সুখের হাসি;
তাইতো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি!

-------------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।