প্রবাসের জীবন
- কাজী জুবেরী মোস্তাক ১৯-০৪-২০২৪

অনেক সুখে আছি আমরা প্রবাসে
কেমন সুখ নাইবা তোমরা জানলে ,
আকাশছোঁয়া অট্টালিকা এখানে
ছবিটা তোলা তার সামনে দাড়িয়ে ,
এই ছবিটাই তোমাদের হাতে যাবে
দেখে বলবে ছেলে ভালোই আছে ৷
অনেক বড় বড় দোকান এখানে
কত্তো রকম খাবার এখানে মেলে ,
খেতে মন চাইলেও খাইনা কিনে
একথা তোমাদের বলবো কি করে?
বড় বড় মার্কেট আছে এই বিদেশে
কতো দেশী বিদেশী মানুষ মিলে
তবুও এ চোখ দেশী মানুষ খোঁজে !
না হয় হলো অন্য কোন শহরের সে
তাতে কি বাংলায়'তো কথা বলে ৷
প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ চলে
তারপর এখানে পয়সাকড়ি মিলে ,
তাতেও আমরা কষ্টগুলো যাই ভুলে
শুধু পরিবারের হাঁসি মুখগুলো দেখে ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।