মানবতা আজ ফাঁসির মঞ্চে !
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৬-০৪-২০২৪

মানবতার পথ ছেড়ে নির্ম্ম অত্যাচারে
মানুষেরা পাষাণ চৌকিতে রজণীর আঁধারে,
এ কেমন সভ্যতা এসে জাগিল অন্তর মন্দিরে!
ছুটিল,শুধু ছুটিল বর্ব্র গতিতে..
সেই শ্রেষ্ঠ হৃদয় আর নেই প্রেমের জ্যোতিতে।
বিষাক্ত সর্পের মতো নীলাভ ভয়ঙ্কর ছোবল
তবু চেয়েছি এতটুকু মানবতা-হ্যাঁ তোরা বল

প্রাণের স্পন্দন নিখিলে জাগে যে আলো
আজ বড় অশান্ত অস্থির অভিশপ্ত কালো!
জোনাকির আলোয় খুঁজেছি মানবতার প্রেমিকাকে
কিন্তু সে হুতুম পেঁচার মতো ঘাঁপটি মেরে ঘোর তিমিরে
ছোবল মেরে মেরে..
রক্ত চোষা জোঁকের মতো মানুষ আর মানুষে
মানবতার প্রেমিককে খুঁজেছি আমি অহিংস বট মূলে।

আধুনিক প্রেম আজ হিংস্র হায়েনার চরিত্রে বেষ্টিত
চারিদিকে স্তম্ভিত প্রাণের স্পন্দন,রক্তাক্ত মানবতা!
আঘাতে আঘাতে কম্পিত বসুন্ধরা!
পূর্ণিমার চাঁদ হেরে যায় ঘোর অন্ধকারে,
পান্ডার মতো ঘুমন্ত নিশাচর শব্দহীন
যে মানবতা শিল্পিদের কন্ঠ স্বর।

সিম্পাঞ্জির মতো কালো মুখ তার,
অক্টোপাসের মতো অজস্র ডানা,
সে আজ যমদুতের অতন্ত্র প্রহরী
চিতার রক্তিম অগ্নি!
যে আগুনে মানবতা হেরে যায়।
যে কারবালা মতো ব্যদনা বিদুর মুহূর্ত্
এ পৃথিবী কবে পাবে তারে মানব কল্যাণে?
মানবতা আজ ফাঁসির মঞ্চে !
------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।