গন্তব্য
- মৌমিতা পাল ২৫-০৪-২০২৪

চোরাস্রোতে ভেসে যায় একমাত্র খড়কুটোর আশ্রয়।
ছেঁড়াতারে সুর খুঁজে নিয়ত ক্লান্ত,ব্যর্থ হই..।
অনাদরে ফসল নষ্ট,পড়ে থাকে ধূ-ধূ ফাঁকা মাঠ....।
প্রেম চেয়ে,মলিন ধূসর বুক সয় পাখসাট ।
যা কিছু দুর্লভ ভেবে, সযত্নে রেখেছি তুলে নিভৃত মনিকোঠায়,
অজানা ছিল, হাটে-বাজারে বিকোয় তা ভীষন সস্তায়।
হয়তো নিজেই ভুল!অসত্য,হিপোক্রিট,অন্ধকারের দেশে,
আমরা ভেসে বেড়াই সীমাহীন, অদৃশ্য শূন্যতার উদ্দেশ্যে...।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।