মৃত্যুর পদধ্বনি!
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৫-০৪-২০২৪

চৈতন্য যুবকের হারায়ে গিয়েছে
মাদকের ঘোরে,
কেমনে ফিরিবে শোধন হইয়া
আলোক নীড়ে।

অসৎ সঙ্গের পরশ পাইয়া
প্রাণের স্পন্দন গিয়াছে হারিয়া।
দেখিতে পৃথিবী ওঠে না জাগিয়া
আপনার জোরে।

কোথায় দূর্বার গতি তাহার
কোথায় উল্লাস,
যৌবন জোয়ার ভাটায় চলিছে
তারুণ্যের সর্বনাশ!

মাদক স্পর্শের উত্তেজনা ঘিরে
রুগ্ন দেহখানি কাঁপে থরে থরে
মৃত্যুর পদধ্বনি বাজিছে সুরে
কাঁদিয়া মরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।