এলোমেলো
- ড. সুজিতকুমার বিশ্বাস ২৯-০৩-২০২৪

কাজলেতে ঢেকে যাবে কান্না-
কীভাবে যে বুঝে গেছ তুমি;
লুকাবে কি গোপন যন্ত্রণা-
হাসির ও আড়ালেতে আমি।

প্রসাধনে ঢাকা আছে মুখ
শরীরেতে কতই জৌলুস;
বিছানাতে আমি যে উৎসুক
সবেতেই আমি যে বেহুস।

মলিনতা মেশে আয়নায়-
কত জল দূর হয় আজ;
কাঁপন আসে এই বেলায়
মোর ঘরে সোহাগের সাজ।

কাজলেতে ঢেকে গেছে বুক-
আবিরেতে মিশে আছে রক্ত;
ছায়া ঘেরা মুখে কত সুখ-
এলোমেলো পথেতে অশান্ত।
------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।