নীল রাতে
- ড. সুজিতকুমার বিশ্বাস আজকের নীল রাতে তুমি
সেজে ওঠো নীলপরী;
তোমার রূপের মোহ দেখি
নীল তলে নীলাম্বরী।
নীল আলো আজ চারিদিকে-
তার তলে জ্বলে হিরা;
তোমার এ সাজখানি প্রিয়
আজকে বুঝি অধরা।
------
আজকের নীল রাতে তুমি
সেজে ওঠো নীলপরী;
তোমার রূপের মোহ দেখি
নীল তলে নীলাম্বরী।
নীল আলো আজ চারিদিকে-
তার তলে জ্বলে হিরা;
তোমার এ সাজখানি প্রিয়
আজকে বুঝি অধরা।
------
কপিরাইট © 2013 - 2019 বাংলার কবিতা । সকল সত্ত্ব সংরক্ষিত
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।