দেখা যদি পেয়ে যাই
- ড. সুজিতকুমার বিশ্বাস ১৬-০৪-২০২৪

নব চাঁদের আলোর মাঝে
হেঁটে হেঁটে চলি একা;
দিগ্বিদিকে হই জ্ঞানশূন্য
যদি পাই তার দেখা।
আলো পথে আমি উদভ্রান্ত
ছুটেছি বিবেক পানে;
দেখা যদি পেয়ে যাই কভু-
এই চোখের সামনে।
-----

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Nazmultalukder
১১-০৬-২০১৯ ০৭:২২ মিঃ

wow