পাগলা গাধা
- মাহদী হাসান ১৯-০৪-২০২৪

আরাম প্রিয় গদির জাতি
গাধার পিঠে চড়ি,
আমজনতা গাধা মোরা
নেত্রী ঘোরায় ছড়ি।

ভোটের সময় নরম গলায়
নগদ ভোটটা চায়,
রাস্তাঘাটে গাধা মরে
কে নেবে এর দায়?

দক্ষ রাখাল পক্ষ নিয়ে
পায়ে গুলি ছুড়ে
পাখানি না  শিওর হয়ে
পেটটা আমার ফুঁড়ে।

দক্ষ হাতে , দক্ষ রাখাল
মোদের মারে গুলি,
গাধারা সব গাধাই রলাম
কুড়াই পায়ের ধূলি।

আমরা যদি ভূষণ ছেড়ে
পাগলা গাধা হই,
রাখাল সোনা গদি ফেলে
যাবিরে তুই কই?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।