সুবোধ ফিরে আয়
- কাজী জুবেরী মোস্তাক ২০-০৪-২০২৪

সুবোধ তুই আয় ফিরে আয়
ঐ দেখ ঐ আলো দেখা যায় ,
সুবোধ সময়কে নে তুই পক্ষে
পৌঁছে যাবি তোর মূল লক্ষ্যে ৷
সুবোধ তুই যেন পিছু হটিসনা
বীরে'রা কখনো পিছু হটে না ,
সুবোধ এখনই তুই ঘুরে দাঁড়া
অন্যায়ের পায়ে দে তুই পাড়া ৷
সুবোধ তুই শুনেছিস আর্তনাদ
মরেছিলো যারা হয়ে প্রতিবাদ?
স্বাধীন হবে ছিলো স্বপ্ন ও সাধ
করিস নারে আর ওদের হতাশ ৷
সুবোধ তুই আয় ফিরে আয়
শেখ মুজিবের হুংকারের ন্যায় ,
কিম্বা সেই ঘোষনা পত্রের ন্যায়
যে বাণীতে দুর্বলেরা অগ্নি হয় ৷
সুবোধ আজ যে জাতি অসহায়
আসতে হবে তোকে জাত রক্ষায় ,
নাকি তুইও মেনে নিবি পরাজয়
এ জাতি'তো মাথা নোয়াবার নয় ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।