কথা দিয়ে কথা রাখনি
- সুরজিৎ ঘোষ - ব্যর্থ প্রেম ২৬-০৪-২০২৪

আচ্ছা,তুমিতো কথা রাখনি। হাতে-হাত রেখে, রেললাইনের 'পরে একসাথে পথ চলোনি। গহন অরণ্যে তোমারে খুঁজে যাই, হয়ে পাগলপারা। তবুও তুমি রয়েছ অদৃশ্য, কভু দাওনি সাড়া। প্রবাহিনী তীরে রয়েছি বসিয়া, দীর্ঘ দিবস-রজনী-বরষ। কবে তুমি ওপার হতে খেয়াতরী বেয়ে আসিয়া, আমারে করিবে পরশ? গগনের ঐ তারাদলে, নীরবে চেয়ে থাকি। কোথাও পাইনা দেখা, শুধু মোর হিয়ামাঝে , তব চিত্র আঁকি। সুদীর্ঘ যামিনী জাগিয়া রই, খুঁজে বেড়াই নিজ অস্তিত্ব। ওহে,সুধাংশু।আজো মোরা দোঁহে, রয়েছি কেবল সঙ্গীহীন-একাকিত্ব। তুমিও অন্যের আলোয় আলোকিত। তেমনি আমিও তার আসার আশায় বিকশিত। আজ্ঞে,তুমি কথা রাখনি। তব মনদরিয়ার এককোণে, কেন মোরে ঠাঁই দাওনি? আপন মনের মাধুরী মিশায়ে, তোমারে করেছি বরণ। হ্যাঁ, সত্যি তুমি কথা রাখনি, আমারে করোনি আপন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।