ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

দ্বিতীয়াতে ভাইফোঁটা আজ
বোনের হাতটি ধরে।
সন্ধ্যেবেলায় নিমন্ত্রণে
ভাইকে আদর করে।

বোনে দিবে ভাইকে ফোঁটা
চন্দন,কাজল দিয়ে।
ধান,দূর্বা ও আশীর্বাদে
ঘিয়ের প্রদীপ নিয়ে।

দীর্ঘায়ুতে ভাই হোক আমার
শঙ্ক ধ্বনি দিয়ে।
যম দুয়ারে পড়ুক কাঁটা
তেতো মুখে নিয়ে।

প্রথায় আছে যমুনা দেয়
যমকে ও ফোঁটা।
তাইতো বলি আমি দেয়
আমার ভাইকে ফোঁটা।

উপহার দেয় বোনকে ও ভাই,
ভাই ও দেয় যে বোনকে।
রান্না হবে ভালো খাবার
ভালোবেসে ভাইকে।

দু'হাত তুলে প্রার্থনা তাই
সৃষ্টিকর্তার কাছে।
কল্যাণ আশীষ বয়ে আসুক
ভাইয়ের জীবন সুখে।

তাং - ২১/১০/১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।