আমরা কিশোর
- মোঃ খোরশেদ আলম ২৫-০৪-২০২৪

কিশোর মোরা ফুলের মতন
মুক্ত হাওয়ায় মন ,
ফুলের বনের পাখির মতন
উড়ি সারাক্ষণ ।

যাই ছুটে যাই ভ্রমর হয়ে
বসি ফুলে ফুলে ,
ইচ্ছে হলে ঘুরে বেড়াই
সন্ধ্যে ফিরি কুলে ।

পড়ার সময় পড়ালেখা
খেলার সময় খেলা ,
গুরুজনের শিক্ষা পেয়ে
গড়বো জীবন মোরা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।