পাপের নদী
- মোঃ হোসাইন জাকের ২৬-০৪-২০২৪

বিশ্বাস ভঙ্গ করেছিলো বলেই/
অভিশপ্ত হয়েছিলো শয়তান/
আজকে অনেকেই ভেঙ্গে চলে/
কোথায় হবে তাদেরই স্থান?
বিশ্বাসে ভাঙ্গে হৃদয় যে ছলে/
তারাই ভাবে নিজেদের পূন্যবান!
পাপের নদীতে ঢেউয়ের তালে/
ডুবে যাবে কি, সুখেরই নৌযান?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।