যেও ভুলে যেও
- কাজী জুবেরী মোস্তাক ২৪-০৪-২০২৪

সত্যিই একদিন ফিরে চলে যাবো
সেদিন একবার শুধুই দেখে যেও
এ ছাড়া আর কিছুই চাইনা প্রিয় ৷

প্রিয় আমায় তুমি যেও ভুলে যেও
অভিমান গুলোও সবই ভুলে যেও
মনে রেখো না আর খুনসুটি গুলো ৷

তুলসি তলায় পরে অাছে এ দেহ
মনতো আছে তোমার কাছে প্রিয়
চিতাতেই তবে কি করে যাই বলো ?

এ জন্মে সাধ অপূর্ণই থেকে গেলো
তবু পরজন্মে আমারই তুমি থেকো
এ পাওয়াই যে অনেক পাওয়া প্রিয় !

গলে না হোক সমাধিতে ফুল দিও
জাতি,কুল,মান সব না হয় গেলো
তবুওতো তোমার ছোঁয়া লাগলো ৷

প্রিয় ওগো আমায় যেও ভুলে যেও
স্বপ্ন,স্মৃতি যা আছে সবই ভুলে যেও
তবুও একবার সমাধিতে ফুল দিও ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।