স্পর্শ
- শাওন মল্লিক - সুরঞ্জনা বলে সেই মেয়েটি ১৮-০৪-২০২৪

শুধু ইচ্ছে করে নিশাচর হই বাতায়ন চিরে অবাক জোৎস্নার দেখি তোর মুখে স্পর্শ কোমল বাতাস খেলুক তোর চুলের বাঁধনে মেয়ে, তুই অবাধ স্বপ্নের বাঁধনে হারিয়ে মাঠের অই কোমল ঘাস যেমন অপেক্ষারত থাকে হালকা বাতাসের ছোঁয়ার জন্য আমিও স্পর্শ অই ঘাসের মতোন স্পর্শকাতর.... বৃষ্টি হয়ে তোমার শরীরের প্রতিবিন্দু দিয়ে ঝরি ঠোঁট গুঁজে দেই তোমার নরম ঠোঁটের মাঝে নাক ঘষে দেই পদ্ম প্রতিম বুকের ভাঁজে হোক না একটু অসভ্য হোক আমার আঙ্গুল, দুলছে দেদ্যুল তোমার শরীর নাচের পুতুল!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

shawonmallick6950
২৩-১২-২০১৭ ০১:১২ মিঃ

চেষ্টায় আছি! ভালো হলে জানাবেন