আছি!
- শাওন মল্লিক - সুরঞ্জনা বলে সেই মেয়েটি ১৯-০৪-২০২৪

জানালায় দূরের আকাশ! অতটা উদাস তোমাকে কি মানায়? ফুলদানির ফুল হয়ে থেকো, আয়ুর স্বল্পতায় কিইবা আসে যায়। যতটুকুই সময় থেকো চারিদিক মুখরিত করে রেখো   পথ ভুলে পড়ে আছি সদরঘাটে কোথাও যাবার কথা ছিলো সেই কবে থেকে কোনো এক সনাতন গাছ কালীর ছায়ায় ঝড়-বৃষ্টি-রোদ্দুরের স্মৃতি ভুলে কাটিয়ে দেবার অথচ অবিবেচক পড়ে আছি পথ ভুলে সদরঘাটে শহরের সকল ঝা চকচকে দেয়ালে দেয়ালে ঘেরা গোলকধাঁধাঁর দিক খুঁজে পেতে ঘাম ঝরে; তবু পথ মুখ বের করে করুনারে দেখা দেয় নাই...

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

shawonmallick6950
২৭-০৭-২০১৮ ১২:৩৬ মিঃ

চেষ্টায় আছি! ভালো হলে জানাবেন