নীরব কান্না
- সাইদুর রহমান ২৫-০৪-২০২৪

বাংলার লক্ষ নক্ষত্র পড়েছিল খসে
হয়েছিল নির্লিপ্ত ঐ একাত্তরে;
নীরব কান্না আছে যেন বাতাসে মিশে
অগণিত বাঙালীর হৃদ মন্দিরে।

এসেছিল বাড়ি বাড়ি ঘাতক বাঙালী
নর পিশাচ হায়েনাদের সাথে;
বেয়নেট উঁচিয়ে ভরে খাঁচা দিতে বলী
যারাই দিশারী আলোর পথে।

পথ চেয়ে এখনো কত আত্মীয় স্বজন 
অন্তরে অহর্নিশি নীরব কান্না;
কখন ফিরবে প্রিয়, বাংলার রত্নধন
ভাঙ্গেনি আজও প্রত্যাশা ডানা।

যে মা বোন হারিয়েছেন মান সম্ভ্রম
নিজ বক্ষজাত সন্তানের সম্মুখে;
সয়ে বেড়ান সমাজেও তাচ্ছিল্য যখম
দাউ দাউ জ্বলছে আগুন বুকে।

লাল সবুজ পতাকা পেয়েছি আমরা
যাদের সর্বস্ব ত্যাগ বিসর্জনে;
লাগামহীন পশুর মতো ঘুরছে ওরা 
হবে ভস্ম নব রক্ত লেলিহানে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।