লজ্জা
- মোঃ হোসাইন জাকের ২৪-০৪-২০২৪

টেনে দেয়া শাড়ির আঁচল,
বাঁধা হলো দু'জনার মাঝে।
বলতে পারি নি কিছুই,
জড়তায় আড়ষ্ট ভীষণ লাজে।
রঙে অধরকে করেছো লাল,
কাঁজলে এঁকেছো দু'টি চোখ,
রূপ দেখে আমি তো বেসামাল।
নির্জনে হাতড়িয়ে মরে নিঃশব্দ সুখ,
নিরবতা ভঙ্গ করে ছুঁয়ে ছিলে হাত,
বলেছিলে বাসি, ভীষণ ভালোবাসি।
তখনো চাঁদ ছিলো আকাশে,
বাকি ছিলো অনেক রাত।
শান বাঁধানো ঘাট সাক্ষী,
যেখানে বসেছিলাম পাশাপাশি।
শীতের শীতল হাওয়ায় ঝরেছিলো শিশির,
জোস্না মাখতে জোনাকিরা করছিল ভীড়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।