তারা দেখি
- মকিজুর রহমান - ঝরা ফুলের কাব্য ১৯-০৪-২০২৪

নীলাঞ্জনা খোপায় গুজে
রাখতো জবা ফুল,
চাইলে পরে ঝুমকো জবা
হাওয়ায় দিতো দুল।

ফুলোর মতো মেয়ে ছিল
মাথায় লম্বা চুল,
দুধে আলতা গাঁয়ের বরণ
সদ্য ফোটা ফুল।

বলত শুধু আমি একদিন
ছেড়ে যাব ভুবন,
বুঝবে তখন ভালোবাসা
কাঁদবে সারা জীবন।

নীলাঞ্জনা আমায় ছেড়ে
তাঁরার দেশে গেছে,
আমি এখন তাঁরা দেখি
নীলার কথা ভেবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।