নেই কিছু বাকি তবুও
- বৈশালী গাঙ্গুলী ২৩-০৪-২০২৪

শেষ হয়ে গেছে সব, সাবলীল,সহজ,কঠিন শব্দের বহর- এখন আছে বাকি বিকট চিৎকারের ভীড়ে, নিথর, মৃত শহর! নেই কোন ঘড়ি দেয়ালে, হাতে- যা হিসেব রাখবে, হারিয়ে যাওয়া প্রহর ! যদি আছে কিছু বাকি, তা হল, পুরোনো ছন্দের কাপড় পড়া আলোর হাতছানি- যদি প্রশ্ন কর, কেন যাচ্ছে হারিয়ে সব কবিতা, কথা,গল্প কাহিনী? তবে শোনো দূরের পাহাড়ের গায়ে ছিল, এতটুকুই প্রতিধ্বনি। =================

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।