জেনে খুবই অবাক হলাম
- জাহিদ হাসান নাদিম - সৌপ্তিক ২৯-০৩-২০২৪

জেনে খুবই অবাক হলাম তোর কবিতা পড়তে ভাল্লাগেনা।
এত শব্দ, এত ছন্দ, এত আত্মনাদে ভরা এ শত শত কবিতা তবে কার জন্য,
কবিতায় যত শব্দ, যত ছন্দ, যত সৌন্দর্য, যত প্রেম সব তুইহীন অতিনগন্য।
জেনে খুবই অবাক হলাম তোর কবিতা পড়তে ভাল্লাগেনা।

যে কবিতার মিষ্টি গন্ধে আমার সকাল হয়,
যে কবিতার ছন্দের তালে আমার বিকাল হয়,
যে কবিতার আজন্ম মোহে আমার রাত হয়,
অবাক হলাম তোর নাকি সেই কবিতাই ভাল্লাগেনা।

এত্ত অমিল আমদের! এত্ত! তবু এ মনে প্রতিরাত তোর জন্য নামে কেন ছন্দের ঢল,
ভেবে যায় তোকে প্রতিনিয়ত ব্যস্ততায়, একাকিত্বে, ঝরে যায় চোখের জল।
স্রষ্টা এ কেমন অকারণ আবেগ দান করেছে এ হতভাগাকে, যন্ত্রনায়,
এ যন্ত্রনা কি স্রষ্টা আমাকে আমৃত্যু দিয়েছে? কেন ঘুরে ফিরে শুধু তুই ই ভাবনায়।
জেনে খুবই অবাক হলাম তোর কবিতা পড়তে ভাল্লাগেনা।
এ অবুঝ মন কত কাল, কত বসন্ত, কত বর্ষা আর শরতে লিখে গেছে তোকে,
কত প্রিয়তা মিশে আছে তোর মাঝে, সে কি ভালবাসায় নাকি শুধুই ঝোকে?
জেনে খুবই অবাক হলাম তোর কবিতা পড়তে ভাল্লাগেনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।