ততদিন
- বৈশালী গাঙ্গুলী ২৩-০৪-২০২৪

স্বপ্নের পাখি পাবে না
হারিয়ে যাওয়া নীড়,
রোজ সন্ধ্যায় উপচে
পড়ছে শহরে রাস্তায়-
সারা দিনের ভাঙ্গা আশার ভীড়!

বুঝি ঝরবে এইভাবে-
বসন্তের আগেই ফুল!
এবার চৈত্রে কি হবে?
থাকবে না কিছু-
গুনতে হবে ঝড়কেই সব মাশুল!

আলোতে ছুটবে না,
কোন খেয়ালী ঘোড়া!
জ্যান্ত হবে কবিতা-
গল্পের হবে আনাগোনা।
শব্দ ছুঁড়ে সভ্যতা যাবে গড়া!

ততদিন- হাঁটবো একা,
চলবে স্বপ্ন দেখা !
পাগল হয়ে সাগরকে,
পুণ্যস্নানে পবিত্র করা-
চাওয়া- পাওয়ায় ভুলে থাকা!
========================

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।