নিখোঁজ নইকো আমি
- কাজী জুবেরী মোস্তাক ২৯-০৩-২০২৪

আমায় তুমি নিখোঁজ ভেবোনাকো
খুঁজে দেখো একটুখানি পেয়ে যাবে ,
পাশেই আছি,কি দেখতে পেয়েছো ?

স্বপ্নে কিম্বা জাগরণে ডেকেই দেখো
আমার উপস্থিতি ঠিকই টের পাবে ,
পাশে পাশেই থাকবো ছায়ার মতো ৷

এই যে তুমি বাতাসের ঘ্রাণটা নিলে
সেখানেওতো আমাকে তুমি পেলে ,
আমার এ শরীরেরই গন্ধতো নিলে ৷

তোমার থুতনিটা আলতো উঁচিয়ে
যে প্রগাঢ় চুম্বন এঁকে দিলাম ওষ্ঠে ,
সে চুম্বন,সে স্পর্শ কি টের পেলে ?

আরে না আমিতো নিখোঁজ হইনি
কেনো মিছে টেনশন করছো তুমি ,
তুমি ডাকলে তবেতো যাবো আমি ৷

ডান হাতটা বুকের বাঁ পাশে রাখো
কি?কিছু কি তুমি শুনতে পেয়েছো?
বোকা মেয়ে ওঠাই আমি বুঝেছো ৷

যখনই আমাকে তুমি স্মরণ করবে
হাতটা শুধু বুকের বাঁ'পাশে রাখবে ,
আমাকে সেখানেই ঠিক পেয়ে যাবে ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।