প্রেমলীলাঃ পূর্ণতার জলছবি
- সোহরাব হোসেন - বেলা অবেলা ১৮-০৪-২০২৪

তোমারই ডাকে গভীরের টানে দিয়েছি সাড়া,
প্রেমের সুবাসে বুক ভরে আমি- আমিত্ব হারা।
দিয়েছ আমারে যে অধিকারের অভয়ারণ্য,
বেলা অবেলায় থাকি প্রতীক্ষায় তোমার জন্য—
কায়োমনে যত জাগে শিহরণ,
প্রত্যাশার স্বর্গে হবে নিবারণ।
দুজনার হবো দুজনে কূজনে, হবো যে তন্ময়—
স্বর্গে ভেসে ভেসে মর্ত্য সুধাময়, হবে সুনিশ্চয়!
স্বপ্ন বাড়িটায় গুটিগুটি পায়ে,
পৌঁছাবে যখনি মরিব বিস্ময়ে!
বাঁধিবো তোমারে উষ্ণ আলিঙ্গনে তৃষ্ণার্ত চাতক পাখি,
প্রত্যুদগমনে আগমনী গানে জুড়াবো তোমার আঁখি।

নিমীলিত চোখে দেখবো তোমার আধবুজা সাদা চোখ,
সটান দেহেতে লজ্জার আবির, ওপাশ ফেরানো মুখ।
দিশেহারা করে অসীম চুম্বনে, সীমান্ত বিহীন—
লজ্জাবতী সুখে ক্ষীণ বাঁধা তবু হবো বাঁধাহীন।
প্রবল আবেগে খরস্রোতে ভেসে করে তোলপাড়,
তোমার যে অঙ্গ আমায় ডাকিবে হয়ে যাবো তার।
কোথাকার শুরু, কোনখানে শেষ,
একাকার হবে দুঃখ সুখাবেশ,
নিশ্বাসের ভারে শ্বাশ্বত কামনা হবে স্ফুরণ।
সুখ ছন্দে হবো অঙ্গ নৃত্যে যবে নিরাভরণ,
দেখিব তোমারে আবেশের ঘোরে, বুভুক্ষু মনের ভোগ—
একাকার হবো মিলিয়া মিশিয়া, অন্তরে অন্তর যোগ।

হৃদয় হৃদয়ে দূরত্ব ঘুচাবো দেহের সীমানা উতরে,
মিলবো দুজনে প্রত্যাশিত স্বর্গে শূণ্য দূরত্বের নহরে।
যাইবো তোমার সুখেরই উৎসে,
জাদুর আদুরী সোনালি পরশে।
ছুঁয়ে দেব ওই গোপনে লালিত সুখের মাস্তুল খানি,
দেখিব তোমার পরতে পরতে বিরাজিত সুখ মণি।
আঁকিবো তোমার দুঃখের আল্পনা-নিপুণ তুলিতে,
কখনো নিশ্চুপ, কখনোবা ঝড়ো-বিনা সংকেতে।
সর্পিল ঢেউয়ে পরম সুখের সমুদ্র উতলা,
শিরদাঁড়া জুড়ে বয়ে যাবে কত যে তাণ্ডবলীলা!
সুখের পরশে কেঁপে থরথর,
অনুভবে মোরা হবো জড়সড়।
দেহের গভীরে, হৃদয় কোটরে সে অনুভূতির ঘরে
আমারে লইবে নাজানি তোমার কতটা আপন করে!
ফুলকি ঝরাবে, স্ফুলিঙ্গ ছড়াবে
কিবা কন্ঠস্বরে, কিবা অবয়বে।
সুখেরই স্বর্গ মর্ত্যে যাবে নেমে নিদারুন চিৎকারে—
থেকে থেকে মোরা এ সুখানুকাব্য লিখে যাবো বারেবারে।

শনিবার, পতেঙ্গা
২০ জানুয়ারি, ২০১৮ ইং।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 8টি মন্তব্য এসেছে।

Faiyaj
২৪-০৫-২০১৮ ০৬:৪১ মিঃ

সমাজ কে পরিবর্তন করতে শিখুন.....ভালো মন্দ বুঝতে চেষ্টা করুন.... অন্তর্হিত ভাষা বুঝতে চেষ্টা করুন......
.
কে কত হাজার কবিতা লিখলো তা নিয়ে আপনার মাথা ব্যথা কিসে, আমার বোধগম্য হয় না?
.
আপনি কি অর্বাচীন?

.
প্রায় অনেক ব্যক্তি নিজের পোস্টে কমেন্ট করে....
.
আমিও করি তাতে পাঠকের দৃষ্টিগোচর হয়
.
ভালো মন্দ বলতে কিছু নেই সব নিজের রুচির কাছে .
.
নোংরা মস্তিষ্ক আমার না আপনার নিজের মন কে বলুন....
.
হিংসুটে লোক আপনি,আমি কয়টি পত্রিকায় লিখেছি আর আপনি কয়টি প্রত্রকায় লিখেছেন.....???
.
কবিতা আমার নেশা.... কবিতা নিয়ে সর্বদা ব্যস্ত থাকি....
তাই বেশি কবিতা লিখি......
.
নিজের মন কে পরিশুদ্ধ করুন.....

Faiyaj
২৪-০৫-২০১৮ ০৬:৪১ মিঃ

সমাজ কে পরিবর্তন করতে শিখুন.....ভালো মন্দ বুঝতে চেষ্টা করুন.... অন্তর্হিত ভাষা বুঝতে চেষ্টা করুন......
.
কে কত হাজার কবিতা লিখলো তা নিয়ে আপনার মাথা ব্যথা কিসে, আমার বোধগম্য হয় না?
.
আপনি কি অর্বাচীন?

.
প্রায় অনেক ব্যক্তি নিজের পোস্টে কমেন্ট করে....
.
আমিও করি তাতে পাঠকের দৃষ্টিগোচর হয়
.
ভালো মন্দ বলতে কিছু নেই সব নিজের রুচির কাছে .
.
নোংরা মস্তিষ্ক আমার না আপনার নিজের মন কে বলুন....
.
হিংসুটে লোক আপনি,আমি কয়টি পত্রিকায় লিখেছি আর আপনি কয়টি প্রত্রকায় লিখেছেন.....???
.
কবিতা আমার নেশা.... কবিতা নিয়ে সর্বদা ব্যস্ত থাকি....
তাই বেশি কবিতা লিখি......
.
নিজের মন কে পরিশুদ্ধ করুন.....

Faiyaj
২৪-০৫-২০১৮ ০৬:৩০ মিঃ

আপনার গাত্রদাহ হচ্ছে কারো ভালো দেখতে পান না তা আগে দেখে জানি!""

robinbdbuet
২২-০৫-২০১৮ ২২:৪৪ মিঃ

Faiyaj ভাই, শরীর নিয়ে কবিতা লিখলেই যে অশ্লীলতা হয় তা না। নগ্নতা মানেই যে অশ্লীলতা নয় আশা করি এই কবিতা দেখলে বুঝতে পারবেন। পারলে নিজের কবিতায় একটু শোধরানোর চেষ্টা করুন। যতসব কুরুচীপূর্ণ কবিতা লিখে হাজারে হাজারে ভরিয়ে ফেলেছেন ব্লগ। সাথে অসংখ্য মন্তব্যের জোয়ার। এভাবে কবি নামটার অপমান করার অধিকার আপনার নাই।

এই ব্লগের এডমিন কি এগুলো কিছুই দেখে না?
Faiyaj এর কুরুচীপূর্ণ কবিতা আর নিজের কবিতায় নিজেই অযাচিত মন্তব্যে ব্লগ ভরিয়ে ফেলার পরও!

robinbdbuet
১০-০৪-২০১৮ ২২:৩৮ মিঃ

কবির ভাই, মামুন ভাই; অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।

almamun1996
০৭-০৪-২০১৮ ১৩:০২ মিঃ

বাহ। বেশ লিখেছেন কবি

kobitapagolkobir
০৬-০৪-২০১৮ ২১:৩১ মিঃ

চমৎকার

robinbdbuet
০৬-০২-২০১৮ ০৯:০৬ মিঃ

৬ মাত্রার মিলন কাব্য।