প্রার্থনা
- শাহাবুদ্দীন আহম্মেদ - মনুষ্যত্ব ২০-০৪-২০২৪

তাহার নামে করি শুরু
যিনি আমার স্রষ্টা,
সকল প্রশংসা তাহার তরে
আর নাহি কেহ ভরসা।
সেই স্রষ্টা সর্বাধীক দয়ালু
অধীক দয়াময়,
সকল কর্মের সঠিক হিসাব
তাঁহার কাছে রয়।
সকল ক্ষেত্রে তোমায় স্মরি
তোমার সাহায্য চাই,
সঠিক পথ দেখাও প্রভু
এটাই শুধু চাই,
যেই পথে চললে তুমি
খুঁশি হও,
রেখেছো উত্তম পুরস্কার,
রাখোনাই কভু তিরস্কার,
সে পথ নয়;
যেখানে রয়েছে কঙ্কর কন্টক
বিছানো শুধুই বালুময়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।