কবি তুমি নীরব কেন?
- শাওন মল্লিক - সুরঞ্জনা বলে সেই মেয়েটি ২৫-০৪-২০২৪

কি করব বলো..... মানুষগুলো আজ পড়ে আছে ফুটপাতে আর জুতোগুলো দেখো তার শোরুমে এ যেন  এক ভ্রান্তির জগৎ তোমাকে কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যায় কেউ, নি:শব্দের মতো নির্মম ভাবে হত্যা করে যায় তোমাকে কেউ। তার পর থেকে তুমি ধ্বংসের স্তূপ, শীতল অন্ধকারে তুমি এক গহীন মৃত্যুর কূপ বিবর্ণ স্বপ্নের আস্তাকুড়ে তুমি একটি জীবন্ত লাশ। বার বার তোমাকে সেই মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। চারিদিকে শুধু সরি এর ছড়াছড়ি তার পরও তুমি জীবনের সাথে সমঝোতা করে বেঁচে আছ! আমিও আজকাল পারি নাহ সময়ের সাথে তাল না মিলিয়ে চলতে তাই তো আমিও নীরব আজকাল কারন আমিও যে দশ জনের মতো প্রতিনিয়ত সরি এর আশ্রয় নিতে বাধ্য হচ্ছি এত কবিতা, এত ফুল, এত পাখী, এত গান, এত রঙ, এত ঘ্রাণ, এত সুন্দরের আয়োজন সব আজকাল ব্যার্থ সমঝোতা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

shawonmallick6950
২২-০৩-২০১৯ ১৪:০৩ মিঃ

ধন্যবাদ ভাই.....অনুপ্রেরণা দেয়ার জন্য

shawonmallick6950
১৭-০৪-২০১৮ ১১:২৭ মিঃ

ধন্যবাদ ভাইয়েরা.....ভালোবাসা রইল

SM_Julhasur_Rahman
২৭-০৩-২০১৮ ২০:২৯ মিঃ

খুব সুন্দর হইছে কবি

almamun1996
০৯-০৩-২০১৮ ০২:৩৩ মিঃ

এগিয়ে যান। ভালো লেখা উপহার দিন। ভালোবাসা রইলো

shawonmallick6950
০৮-০৩-২০১৮ ১৮:৫৬ মিঃ

চেষ্টায় আছি ভালো হলে জানাবেন