অর্থগৃধ্নু
- সজিবুল হাসান সানি। ২০-০৪-২০২৪

টাকার দরূন প্রবাস এলাম
হৃদয়ের সুখ নাহি পেলাম।
পরিবারের চাওয়া ষোল আনা
জীবন হইলো ফানা ফানা।

টাকার চাকা ঘুরছে যত
বউয়ের মুখে হাসি তত।
চাইলে যেন টাকা আসে
বউয়ের সুখ কে না দেখে।

বউ এর লাগবে দামি শাড়ি
টাকা পাঠাও জলদি বাড়ি।
টাকা দিতে না পারলে
বউ আমার যাবে চলে।

টাকার জন্য দিব জান
বউ আমার ভাগ্যবান।
পাবে সে নতুন বর
করে যাবে আমায় পর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।