কিছু আছে বাকি
- বৈশালী গাঙ্গুলী ২৫-০৪-২০২৪

দূর দিগন্তের দিকে তাকিয়ে আছে, একটি সবুজ-নীল রঙের পাখি। নীল আকাশ, সবুজ মাঠের সজীবতার পাশাপাশি; চোখে একরাশ শূন্যতা, বসে আছে ভিড়ে, নিথর হয়ে- একাকী! আছড়ে পড়েছে- সাগরের ঢেউগুলি; নিরাকার ভাবশূন্য, অনড়; শত জন্মের কোলাহল, তার জন্য সব- নিছক ফাঁকি! উৎস আলোর চারপাশে আকাশ জুড়ে, দহনে পেয়েছে সে চিরশান্তি- রোদ্দুর সোহাগে রঙিন সুতোতে বোনা শরীর- তার পোশাকি! দিন যায়, নেমে আসে, ধীর পায়ে বালুচরে গোধূলি। শূন্য দৃষ্টিকে জ্বালিয়ে রেখেছে আঁধারের প্রেমিকা জোনাকি। দূর দিগন্তের থেকে চাইছে পাখি, অজানা ক্ষতের জন্য মুক্তি- অপেক্ষায় আছে পারে, যেন আরো আঘাত বুক নিতে আছে বাকি। ***************************************

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।