ফুল হাতে অভিমানী
- মিনহাজ মোঃ আরিফ - যে জলে একফালি চাঁদ আর স্বপ্ন ভাসে ২০-০৪-২০২৪

মোর প্রেয়সী অভিমান করে জানালো,
আমি কতকাল ঠায় দাঁড়িয়ে,হাতে নিয়ে ফুলের ঢালি।
প্রজাপতি,ফড়িং এলো; এলে নাকো বাগানের মালী!

অভিমান ভাঙ্গাতে আমি বললাম,
যদি ফুল যায় ঝরে,পাতা যায় খসে,যায় ভেঙ্গে এই মন,
বরিষ হয়ে তোমার দিকে,আরেকটি ঢালি বাড়াবো তখন!

উত্তরে সে বললো,
ফুল যদি হাসে,পাখি যদি ডেকে যায় তোমার নাম।
অভিমানী আমি,ভাঙ্গাব আমার সকল মানাভিমান!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।