পিংকির অভিমান
- ওমায়ের আহমেদ শাওন - পিংকিকে অনুভব ১৯-০৪-২০২৪

অমানিশা প্রকৃতিকে গ্রাস করছে- রাত গভীর হচ্ছে;
পিংকি ও আমি সে গভীর নির্জনতার চাদরে ঢেকে
আলিঙ্গন করার এক সঙ্গম অনুভব করছি !
পিংকির চোখে অভিমান নেই,
ঠোঁটে অভিমান নেই, বক্ষে নেই, নিতম্বে কিংবা উরুদ্বয়ে নেই,
অর্থাৎ সমস্থ শরীরে কোথাও অভিমান দেখতে পাচ্ছি না।
কামুকী তরুণীর যেমন লজ্জা বেশী থাকে
আর লজ্জার সাথে অভিমানের একটা
দারুণ কম্বিনেশন আছে-।
ভেতরে শিহড়িত ভয় কাজ করছে;
পিংকির চোখে-মুখে চাহিদা দেখা গেলেও
তার হৃৎপিন্ডে অভিমানের শব্দটা ধুকধুক করছে কিনা-?

সে দীর্ঘ অভিমান যে অতি কাছের সম্পর্ককেও বিভাজন করে দিতে পারে !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

shawonmallick6950
১৭-০৪-২০১৮ ১১:৩৩ মিঃ

অসাধারণ বড় ভাই....