বৈশাখ আসছে
- কাজী জুবেরী মোস্তাক ২৫-০৪-২০২৪

সাঁঝের আকাশ পিচকালো করে
গুরুগুরু মেঘের গর্জনে ভর করে ,
ঝড়ের তান্ডব সাথে বৈশাখ দুয়ারে ৷

কিশোরী মায়ের আঁচলের তলাতে
দুগ্ধপানরত সন্তানকে ঘুম পাড়িয়ে ,
ভয় বুকে মা জড়োসড়ো হয়ে আছে ৷

বৃক্ষের নবীন ডালপালাগুলো ভেঙ্গে
মজুরের ঘরের চালা উড়িয়ে নিতে ,
মহাব্যাস্ততায় সে আজকে আসছে ৷

মাথা উঁচু করেছে পোয়াতী ফসল
বৈশাখী বাতাস তাতে দিচ্ছে দোল ,
কখন যেনো পাল্টে বৈশাখী ভোল ৷

পুরোনো জঞ্জাল সব চুকিয়ে দিতে
স্থাবর অস্থাবর শতো হিসেব নিয়ে ,
দোকানী বসেছে হালখাতাটা খুলে ৷

বৈশাখ আসছে ঝড়ো তান্ডব নিয়ে
পুরোনো জঞ্জাল সব উড়িয়ে নিয়ে
এক নব সকালের স্বপ্ন সে দেখাতে ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।