ব্যাঙ কাঁদুনে
- হিমেল কবি - হিমেল ও শিশু সাহিত্য সমগ্র ২০-০৪-২০২৪

ব্যাঙ কাঁদুনে কন্য তুমি
এমনি করে কেউ কাঁদে-
মা রোজি এমনি বকে
উড়িয়ে তো দাও হেসে।

রাতে আমি গপ্প কব
সে ভারি মজা হবে।

বোনটি আমার আর
কেঁদো-না সোনা,
জোনাক ধরে দেবো
তুমি গড়বে গহনা।

হাসনা তুই একটু এবার
আমার মুখে চেয়ে;
এক্ষণি এই পুতুলটারে
দিচ্ছি আমি বিয়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।