বাংলা ভাষা
- মোঃ মোশফিকুর রহমান - অপ্রকাশিত কবিতাবলী ১৯-০৪-২০২৪

বাংলাদেশ আমার জন্মভূমি
বাংলা আমার ভাষা
বাংলা ভাষায় কথা বলবো
মোদের গর্বিত আশা ।
বাংলা আমার প্রথম বুলি
বাংলা আমার সুর
বাংলা ভাষার কথা গানে
ফুটে উঠে সুমধুর ।

বাংলা ভাষা মধুর ভাষা
জানে বিশ্ববাসী
ভাষার জন্য এমন করে
কে ধরে জীবনবাজি ।
কোথায় এমন জাতি আছে
ভাষার তরে লড়ে
ভাষার জন্য ভালবাসা
অন্য কোথায় মেলে ।

বাংলা ভাষা সুরের ভাষা
বাংলা কবির গান
জগৎ মাঝে এমন ভাষা
বিধাতারই দান ।
এই ভাষাতে কাব্য লিখে
নজরুল আজ কবি
এই ভাষাতে কাব্য লিখে
বিশ্বখ্যাত রবি ।

এই ভাষাতে মাঝি গায়
কৃষাণ কাটে ধান
এই ভাষার মাঝে যেন
সুরের আয়োজন ।
বাংলা ভাষা মায়ের ভাষা
আমরা সবাই জানি
বাংলা ভাষায় কথা বলে
শেষ নিঃশ্বাস মানি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।