প্রয়োজন
- জুনায়েদ বি. রাহমান ২৫-০৪-২০২৪

তবুও ভোরে সূর্য ওঠে, গাছপাতা নড়ে- বাতাসে ভাসে কিচিরমিচির
হইরই...
রোদের টানে ভাটা পড়ে- গত সায়াহ্নে 'আকস্মিক মাথায় ধসে পড়া আকাশের' ওজনে।

নয়প্রহরের গোগ্রাসী ক্ষুধা ভাঙ্গাচুরা মেয়েটিকে বসায় ডাইনিং টেবিলে
শীতলজল- কলতলে--

এভাবে ক্যালেন্ডারে দিনসংখ্যা ৪০ পেরুতেই সাতমিশালি রঙ খুঁজে সাদাশাড়ীর জমিন।
চিরচির করে জেগে ওঠে আরো আরো কতো সুপ্ত প্রয়োজন-


২০ এপ্রিল ২০১৮, সন্ধ্যা...

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।