সেই তোমাকেই খুঁজি
- কাজী জুবেরী মোস্তাক ২৫-০৪-২০২৪

ভোকাট্টা ঘুড়ির মতো সারা আকাশ উড়ি
কি করে আমায় চৌকাঠে আটকাবে তুমি ?
আমিতো হলাম এক উড়নচণ্ডী বাউণ্ডুলে
ঘরের মায়া সেকি কখনো আমায় মানাবে ?
কখনো উত্তাল আকাশ দেখি খোলা মাঠে
সেও ফ্যালফ্যাল চেয়ে থাকে আমার পানে ৷
মুসাফির হয়ে আজকে দুয়ারে দুয়ারে ঘুরি
শহর জুড়ে এতো দুয়ার তবুও দুয়ার খুঁজি ৷
দম ফুরালে কেউ আর করবেনাকো খোঁজ
তবু ক্ষমতার এই রাজ্যে বড়াই করি রোজ ৷
এসেছি এ ধরণীতে যাযাবর জীবন নিয়ে
তবুও তৃপ্তির ঢেকুর ওঠেনা কোন কিছুতে ৷
আমিতো মুসাফির ভবের এই জলসা ঘরে
সাঁঝ গড়ালেই যাবো ভবের সংসার ছেড়ে ৷
যে তোমার বসতি সদা আমার রন্ধ্রে রন্ধ্রে
সেই তোমাকেই খুঁজি জায় নামাজে বসে ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।