কদমতলা বৃষ্টি ভেজা
- নজরুল ইসলাম - শূন্যতা ২৯-০৩-২০২৪

সব দোষে দুষ্ট হলেম, কই আমার মনে। ভালোবাসা তুমি রাতের আধারে অভিসারে, সিঁড়ীর দেয়ালে ঠেক দিয়ে রমণীর- গোলাপ রাঙ্গা অধরের আলতো চোঁয়া। ভালোবাসা তুমি ধর্মের পথে অধর্মের পথিক, কৃতপাপ তব তনুর উদরের নিচে জলপ্রপাত। ভালোবাসা তুমি অধর্মের পথে ধর্মের পথিক, ঠিক সময় তখন ১০ মাস ১০ দিন। “দিলসাদের” দিলচুরি, আমি বলি আধুনিকতা তুমি ছিলে তার চুম্বনের শিহরণ। “সাধনার” বিশ্বাস আমিও সত্যবাদী, আর তাতেই সাধন সমাধি। “আমি কারো জীবনে প্রথম ও শেষ হতে চাই, দ্বিতীয় না।” “চৈত্রের ক্ষরা পোঁড়া রোদে আমার ভেজা কায়া, সিদ্ধি খেয়ে বুদ্ধি বাড়ে, কদমতলা বৃষ্টি ভেজা।“

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

rasel6545
১০-০৭-২০১৮ ০৮:২৮ মিঃ

good writing