আমি কে
- কাজী জুবেরী মোস্তাক ২৫-০৪-২০২৪

বিধাতার রেখে যাচ্ছি একটা প্রশ্ন ,
বলে দাও আমি কে ?
কেবা আমার জন্য ?

ঘুণেধরা সমাজের কাছে একি প্রশ্ন ,
বলে দাও আমি কে ?
কি আমার পরিচয় ?

কখনো পাইনি আমি মায়ের আদর ,
দেখিনি বাবা কেমন !
তবে এ কেমন জীবন ?

হিন্দু মুসলিম বুঝিনা-বুঝিনাকো ধর্ম ,
ওসবতো মানুষের কর্ম ,
কিছু নয় আমার জন্য ৷

ফুটপাতে ফুটপাতে ঘুম কুড়াই অামি ,
দেয়ালের ছবিতে স্বপ্ন ,
তবু ভাগাড়ে পাই অন্ন ৷

পৃথিবী তুমি বলতে পারো আমি কে ?
বিধাতা হাসে মিটমিটিয়ে ,
সমাজও থাকে চুপ করে ৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।