চৈতন্যের দুয়ার খোলনি কভূ
- মোঃ আমিনুল এহছান মোল্লা - আলো ২৬-০৪-২০২৪

রক্তে রক্তে সারা বঙ্গখানি, মলিন যে তার মুখ
আঘাতে আঘাতে রক্তে রাঙা আজ যে তার বুক !

সেই গুলিটি ছুড়ল বুকে কোন এক ভাই ভ্রাতা,
সেই অস্ত্রটি ধরল বুকে দিবা নিশি নাই কথা,
আজ দেখ কবি বঙ্গ বুকে কত প্রাণ ঝড়ে সেথা-

কোন বৈধকে বলিনাকো আমি, এই যে জাহেলী তরী,
এ কি তুমি দেখালে বঙ্গ বুকে আহা মরি মরি !

যে শুল তুমি বিঁধালে রক্তিম বুলেটে এ বুকে বুকে,
সেই বেদনা জাগিয়া এধার ওধার কাঁদিছে বড় দুঃখে ।

হয়তো বিজয় দেখ লাল-সবুজের ভাজে ভাজে,
কিন্তু এ উল্লাস বড় ক্ষণিক, বড় নিষ্ঠুর রঙে সাজে ।

একটুখানি থামাও তরী, রক্তে রক্তে চলিছে ভাসি,
ওকে ধরে দাও আইনের মঞ্চে রায়ে হউক তার ফাঁসি।

চলিছো পথিক পথ ভুলে ভুলে ফুটিবে না বসন্ত ফুল,
এ নহে তোর বিজয় ওগো হারিছে মানবতার কূল ।

যুদ্ধের ওই কৌশলখানি, আজ যেন নিষ্ঠুর ফাঁদে
চৈতন্যের দুয়ার খোলনি কভূ স্বপ্নেরা কেন কাঁদে।
-------------------------------------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।