চেনামুখ
- মোঃ হোসাইন জাকের ২৫-০৪-২০২৪

কতো চেনামুখ হলো আজ অচেনা,
কতো চেনাসুরে এ হৃদয়ে বাজে বীণা,
অচেনা ঐ হৃদয় খুঁজে বেড়ায় ঠিকানা।
স্বার্থের টানে প্রিয়জন দিশেহারা,
মায়াজালে বিরহী বাঁশি সুর হারা,
স্বার্থপর মন কেন আজ আত্মহারা?
অবিশ্বাস এখন আষ্টেপৃষ্ঠে ধরে,
অসৎ সাধু সাজে, ছলনায় ছল করে,
মুখোশের আড়ালে মুখোশ ওরা কেন পরে?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।