জীবন নদী
- উৎপল সরকার - একা কবিতার শহরে ১৬-০৪-২০২৪

আমি স্বয়ং মাঝি হয়েও তো চিনতে পারলাম না রে আমার এই জীবন নদী রে ৷ তবু এ দেহ তরী নিয়ে বসে আছি জীবন নদীর ঘাটে , যেথা সুখের মূল্য দেয় অধিক আবার দুঃখের মূল্য কম তবুও এক একটা সুখ দুঃখ পার করে দিব্যি চলছে জীবন ৷ জীবনের এই কালস্রোতে কত বসন্ত গেছে কেটে তবু জীবন যেন ক্ষুধার্থ নয় আজ বাইশটা বসন্ত পেরিয়ে আমি হয়েছি তৃষ্ণার্ত ৷ মরীচিকা দেখে ছুটে যাই প্রাপ্ত হয় যত শূন্যতা , মর্ম মাঝে দেখা দেয় কেমন যেন এক ঝড়ের আশঙ্খা মনপ্রকৃতি ঘিরে ধরে আজও তমসাচ্ছন্ন ৷ মুর্চ্ছিত তন্বী মাঝে প্রনয় পবন বয়ে যায় ত্বরান্বিত তবুও ভালোবাসা বৃষ্টি হয়ে পরেনা ঝড়ে ৷ আমি স্বয়ং মাঝি হয়েও তো চিনতে পারলাম না রে আমার এই জীবন নদী রে ৷৷

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।