মন আমার কেমন কেমন করে (গান)
- Subhojit Raptan (surya)(Ace) - গোলাপকাঁটা ২৪-০৪-২০২৪

কতদিন হয় না যাওয়া মেঠোপথে হেটে যে দূর
কতদিন হয় না শোনা রাখালিয়া বাঁশিরও সুর
হয় না ধরা টেংরা পুটি মরা গাংগের চরে
হয় না মারা ঢিল পাথরের বাবুই পাখির ঘরে।
মন আমার কেমন কেমন করে
মন আমার কেমন কেমন করে ।


দিঘির জলে হয় না সাঁতার এপার ওপার ডুবে
হয় না খেলা ঝুমুর ঝামুর কে কারে ভাই চুবে
কাঁদা পানির সাথে এখন হয় না ক মিতালী
সেই বিরহে আমার ভেতর শ্রাবণ ধারা ঝরে।
মন আমার কেমন কেমন করে
মন আমার কেমন কেমন করে।


আজ কতদিন হয় না যাওয়া বাড়ি
সেই যে এলাম মা বাবাকে ছাড়ি
ভাইয়ের হাতের কান মলা না মিলে
বোন কাঁদে না সামান্য এক তিলে।


চাঁদের হাসি হয় না দেখা হয় না গোনা তারা
হয় না কথা তাদের সাথে আপন স্বজন যারা
কোথায় আছে খেলার সাথী পাঠশালার ঐ দিন
আজ কতদিন হয় না টানা মায়ের আঁচল ধরে।
মন আমার কেমন কেমন করে
মন আমার কেমন কেমন করে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।