প্রেয়সীর চোখ
- জাবেদ এ ইমন ২০-০৪-২০২৪

কাল রাতে ছাদে বসে চাঁদের আলো গায়ে মাখতে মাখতে তাকে শুধালাম
আচ্ছা বলত চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর?
সে বলল চাঁদ।
আমি বললাম উঁহু "
সে উৎসুক চোখ নিয়ে বলল তুমিই বল না কে বেশি সুন্দর
উত্তরে বললাম তুমি বেশি সুন্দর

সে আরেক দিকে মুখ ফিরিয়ে ফিকফিক করে হাসে
আর ওড়নায় মুছে চোখের কোন

তারার দিকে তাকিয়ে আমি হাসি
তারা বলে বুঝছি তো
অতো খিলখিল করা লাগবে না
যাহ দিয়ে দিলাম মেঘ
ঝরিয়ে যাক বৃষ্টি,
ক্ষণ পরে বৃষ্টি এলো
বলল এসে ভিজিয়ে দিলাম রাশি রাশি জলে
সে চোখ মেলে তাকালো, কি অপূর্ব কাজল কালো
আমি চাঁদ, তারা, মেঘ, বৃষ্টি সবাইকে ডেকে বললাম
ওরে তোরা হিংসে করিস নে
ঐ এক চোখের কাছে তোরা একেবারে নস্যি

আমি তার কানে কানে বলি এই সারা প্রকৃতির চেয়ে তুমিই বেশি সুন্দর ।।

২৫/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।