রূপসী বাংলার রূপ
- আসাদউজ্জামান খান ২৫-০৪-২০২৪

অন্ত্যমিল।:-কখ,কখ,গখ,গখ, ঘঙ,ঘঙ,চচ।

রূপসী বাংলার রূপ
আসাদউজ্জামান খান
================
রূপসী বাংলার রূপের নাইতো শেষ
শস্য শ্যামলেতে ভরা ফসলের মাঠ।
পল্লীতে রয়েছে আঁকাবাঁকা রাস্তা বেশ
চেনা ও অচেনা দ্রাব্য নিয়ে বসে হাট।
গ্রামে দেখাযায় রূপসী বাংলার রূপ
রাতে অন্ধকারে জোনাকির আলো জ্বলে
কোলাহল থেমে যখনই হয় চুপ
সন্ধ্যায় কৃষাণি বাচ্চা ঘুমাতে নে ছলে।

শত কষ্টকরে কৃষাণ রাতে ঘুমায়
স্বপ্নতে বিভোর,অনেক ফসল ফলার!
কাকডাকা ভোরে গরুনিয়ে মাঠে যায়-
শুরুকরে কাজ,নাই তো কিছু বলার।
রূপসী বাংলার অনেক রকম রূপ
নাতিশীতোষ্ণতে ছয় ঋতু থাকে চুপ।

লেখা... ১৯-০৮-২০১৮ বিকেলে,নারায়ণগঞ্জ(প্রথম সনেট)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।