আজও মনে জাগে
- আসাদউজ্জামান খান ২৬-০৪-২০২৪

আজও মনে জাগে
আসাদউজ্জামান খান
================
পুরানো সেই দিনগুলো আজ মনে পরছে অনেকে
কল্পনাতে মনটা আমার শিহরে গেল খনেক!

যেতে তুমি ঢাকা থেকে বাবা-মায়ের সাথে
কতোরকম করতাম মজা সকাল বিকেল রাতে।

তোমার বাবা ছিলো একটু মাইন সেটাপের মানুষ
ফাঁকি দিয়ে করতাম মজা পেতোনা তো সে হুস!

পেয়ারা আর ডাব চুরিটা জমতো গভীর রাতে
চুরিকরে আনলে পরে খেতে সবার সাথে।

বিকেলবেলা রাস্তায় গিয়ে দুষ্টামি হইতো বেশ
ঘোরাঘুরি সবাই মিলে সন্ধ্যাতে করতাম শেষ।

সন্ধ্যার পর লেবুচোর খেলতাম আমরা সবাই মিলে
লেবুচোরা হলে তুমি বুঝতাম চিমটি খেলে!

মাঝেমাঝে চড়াই-বাতি খেলতাম গিয়ে বাগে
পুরাণো সেই দিনের কথা আজও মনে জাগে।

আমরা ছিলাম বন্ধুর মতন বন্ধু আড্ডায় যাইতাম
অনেক ভাল লাগতো যদি সেই সময় টা পাইতাম।

লেখা...২৩ থেকে ৩১ আগস্ট ২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।