খুঁজ
- মোহাম্মদ বাইতুল্লাহ - মায়া ১৮-০৪-২০২৪

তুমাকে খুজিয়াছি, সেই পদ্ধার পারে টকবকে রবি নুয়ে পরা সন্ধায়, তুমাকে খুজিয়াছি, দিঘীর পারে নুয়ে থাকা বাশঁ বাগানের উপর ঝুলে থাকা চাঁদ টায়। পাইনি কোথাও, দেখিনি কোথাও তবুও ফিরেনি ত একবার, তুমাকে ভালোবাসি বলে দুঃখ করিনি পরিহার। থেকে থেকে তবুও তুমাকে খুজিয়াছি বারবার। এখনও মোর কাছে রয়ে গেছ তুমি টোঠের কোণায় এক ঝিলিক হাসি, সেই মুনালিসার। তুমাকে খুজিয়া ফিরিতে ফিরিতে, আমি আপোসহীন, তবুও তুমারে খুজিয়া খুজিয়া পেয়েছি আকাঁশ নীল। *******মোহাম্মদ বাইতুল্লাহ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।