পরে কথা হবে
- এ কে সরকার শাওন - কথা-কাব্য ২৬-০৪-২০২৪

সেই তো কবে
"পরে কথা হবে"
বাই এবার আসি তবে
বলে চলেই গেলে!
এই তো এখানে
বড়াল নদীর তীরে,
রেল লাইনের
সমান্তরাল পথটি ধরে।
একা ফেলে
চলে গেলে চিরতরে,
আর আসিলে না ফিরে!!!

যদি বলি পালিয়েই গেলে
জবাব কি দেবে তার?
তার পর কত কি হলো!
রেখেছো কি খবর তার?
এমনি করে নয়টি বছর পার!
আজো হয়নি দেখা
আমাদের দুজনার।
পরের কথা
শোনা হয়নি আজো আর!
এমনি করে
মনের মানুষগুলো
হারিয়ে যায় কিংবা পালায়
ফিরে নাহি আসে আর!
অশ্রুমালা আপনি শুকায়!
স্মৃতিপটে সব অকারনে ভাসে হায়!
ভাঙ্গা বাশীঁটা তবু বেজে যায়!
তাতে কারো আসে নাহি যায়।
কানে বারে বারে বাজে,
শত কোটিবার বাজে;
সেই একটি কথা নিরবে সরবে
বাই, এবার আসি তবে,
পরে কথা হবে"!

শহীদবাগ, ঢাকা। ২২ সেপ্টেম্বর ২০১৮ http://www.jagonatore24.com/literature/2018/10/04/1767/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87 http://naradbarta.com/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87/ https://www.facebook.com/210712256254913/photos/a.229776697681802/254407188552086/?type=3&theater

http://naradbarta.com/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87/

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।