এ সুর যে বড় ছলনাময়ী
- মোঃ আমিনুল এহছান মোল্লা - স্মৃতির পাতা থেকে ২৫-০৪-২০২৪

শীতের সকালে আমি এক ঘুঘু শিকারীকে দেখেছি..
গভীর জঙ্গলের ভিতরে একটা কিছু হাতে

খুব চুপি চুপি এগোচ্ছে একটি গাছের আড়ালে..
হঠাৎ কেউ যেন বাক বাকুম বাক বাকুম করে ডাকলো.
একটু কাছে যেতেই ইস!

শীতের সকালে আমি এক ঘুঘু শিকারীকে দেখেছি..
গভীর জঙ্গলের ভিতরে একটা কিছু হাতে
সবুজ পাতা দিয়ে আবৃত অন্ধকার ফাঁদ !
যার ভিতরে ওঁত পেতে আছে এক সুকন্ঠা প্রেমিকা ঘুঘু..
হরদম ডেকে যায়, হরদম গেয়ে যায়..
বাক বাকুম ! বাক বাকুম! বাক বাকুম!
অবুঝ প্রেমিকেরা উড়ে আসে উড়ে আসে
সেই ভয়ঙ্কর প্রেমিকার ফাঁদে !

শীতের সকালে আমি এক ঘুঘু শিকারীকে দেখেছি..
গভীর জঙ্গলের ভিতরে একটা কিছু হাতে
ভয়ঙ্কর কিছু হাতে !
যেখানে আছে সেই প্রেমিকা ঘুঘু !
তার এ সুর যে বড় ছলনাময়ী
অবুঝ প্রাণেরা তা বুঝে না ।
------------------------------------------- 11-10-2018

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।