সকাল সন্ধ্যায় রাতে
- মুসলিম উদ্দীন কায়ছার চৌধুরী রানা ১৯-০৪-২০২৪

সকাল
থেকে সন্ধ্যা ,
সন্ধ্যা থেকে আগামী ,
প্রতিটি ক্ষন থেকে ক্ষনে,
ছায়ার মতো ভালবাসা দিতে থেকো ,
যেন ভালবাসার ঘাটতির লেশমাত্র না মনে ।

সন্ধ্যায়
সবুজ বাগানে,
তোমার কপি পানে,
মিষ্টি হাওয়ায় আউলা চুলযেন
বারংবার বদনে মোর ছোয়া দেয়,
একই বৃত্তে একই অম্লজানে থাকি প্রতিক্ষণে ।

রাতে
নিবাস শয়নে ,
আশা আকাঙংখার স্বপ্নে
আনন্দের দৈরাথ মৈথুনে দুজনে
অধরে অধর মিশিয়ে প্রেমোসুধা বিনিময়ে
অভিন্ন বিভাসে সুখের শয্যত্যাগ করি দুজনে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।